বগুড়ায় ১৫কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১৫কেজি গাঁজাসহ মোঃ মোকসেদুল ইসলাম(২৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২৮আগস্ট(রোববার)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ জানতে পারে উপজেলার মাদলা পূর্বপাড়ার মোকসেদুল বিক্রির উদ্দেশ্যে তার নিজ বাড়িতে গাঁজা সংরক্ষণ করে রেখেছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে মোকসেদুলকে আটক করে।
আটককৃত মোকসেদুল ওই উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
শাজাহানপুর থানার তদন্ত অফিসার আব্দুর রউফ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত,মোকসেদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি।
০১৭৫৫৪২৭৭৯২