রিপোর্টারঃ এস আই সুমন,স্টাফ বগুড়া- বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে মহাস্থান হযরত শাহ সুলতান বলখী(রঃ) ফাযিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির নেতা শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ।তিনি বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শিবগঞ্জ উপজেলার একটি মানুষের বিরুদ্ধে মামলা হয়নি বা হতে দেই নাই।এই শিবগঞ্জে বড় বড় জুয়া বা হাউজী বসতো সেখান থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে এক সময়, আমি এমপি হওয়ার পর থেকে সকল অপরাধ, অপকর্ম বন্ধ করে দিয়েছি।শিবগঞ্জ উপজেলার প্রত্যেকটি কাঁচা রাস্তাগুলো পাকা করেছি।উপজেলার প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং করে দিয়েছি।আমি এই উপজেলার সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন এই আশা করি।তিনি আরও বলেন,আমি জাতীয় পার্টি করি।আর জাতীয় পার্টি বা আমার নেতৃত্বে কারো উপর কোনো প্রকার জুলুম বা অত্যাচার করা হয়নি।আমার নামে কেউ কোনোদিন কারো চাঁদাবাজি করেনি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছামসুল আলম তালুকদার,যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী মঞ্জু,জিএম বাবু, শহিদুল ইসলাম পশারী মন্টু,রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা,জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয় (এমবিএ)।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান,মিঠু,উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফজলুল বারী,সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা,ব্যারিষ্টার তাসবীর শরীফ,জাতীয় পার্টি নেতা আবুল হোসেন খোকা,হেলাল উদ্দিন,মোজাফফর হোসেন,আবু বক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম,শাহজাহান আলী,মোশারফ হোসেন,বাচ্চু মিয়া, সিরাজুল ইসলাম,ফারুক হোসেন,ইসলাম ড্রাইভার,আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য বেলাল মন্ডল,আলমগীর হোসেন লালু,ইসরাফিল হোসেন,যুব সংহতি নেতা দেলোয়ার হোসেন,রেজাউল করিম রেজা,জিহাদ হাসান আল আমিন,হোসেন,রানা মিয়া,আব্দুর রহিম,রুনু,রাহেল বাকী,সুমন,রিপন মিয়া সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ।
সম্মেলনে রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে ইউপি সদস্য জহুরুল ইসলাম এর নাম ঘোষনা করেন প্রধান অতিথি।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ৮/৭/২০২৩ ইং