রিপোর্টারঃ এম এ শাহিন,বগুড়া জেলা প্রতিনিধি-বগুড়া শহরের চকলোকমান কলোনিতে জসিম খুনের রহস্য উন্মোচিত হয়েছে।মীমাংসা বৈঠকে মাকে চড় মারায় রাব্বি নামে এক যুবক ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে জসিমকে খুন করে। তবে ঘাতক রাব্বি পালিয়েছে।তাকে গ্রেফতার অভিযানে রয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন জানিয়েছেন,শিশুদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে শুক্রবার ৭ জুলাই চকলোকমানে জসিমের সাথে রাব্বি ও তার সহযোগিদের বাকবিতন্ডা হয়েছিল।এরপর বিষয়টি মীমাংসার জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদের কাছে বৈঠকের আয়োজন করা হয়।মীমাংসা বৈঠক চলাকালে সেখানে কয়েকজনের মধ্যে ফের বাকবিতন্ডা শুরু হয়।ওই বৈঠকে রাব্বি ও তার মা উপস্থিত ছিলেন।এক পর্যায়ে জসিম রাব্বির মাকে চড় মারলে উত্তেজনা সৃষ্টি হয়।এ সময় রাব্বি জসিমের পেটে চাকু ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়।এতে জসিম গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১টার দিকে জসিম মারা যান।ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে হয়েছে।
নিহত জসিম চকলকমান এলাকার রুহুল আমিনের ছেলে। জসিম পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।জসিম হত্যাকাণ্ডে জড়িত ঘাতক রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে।