বগুড়ার সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশের একটি আভিযানিক দল। আটককৃতরা হলেন- সারিয়াকান্দি থানাধীন কাটাখালী গ্রামের পিছনপাড়া শাহার আলীর ছেলে সুলতান আহম্মেদ ওরফে শান্ত(২০),হেলাল প্রামাণিকের ছেলে সজল মিয়া(১৯),এবং একই এলাকার পশ্চিম পাড়া দুরুল সাকিদারের ছেলে তরিকুল ইসলাম(২১)থানা সূত্রে জানা যায়, ১৪ জুলাই শুক্রবার রাত্রি ১০.২০ ঘটিকায় কাটাখালী পশ্চিমপাড়া গ্রামস্থ নুর ইসলাম এর নির্মানাধীন একতলা ভবনের ছাদের উপর হইতে ১৮০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আসামীদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার(ওসি)তদন্ত আশরাফুল আলম।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ আসামীদের আটক করা হয়।আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।মাদক বিরোধী অভিযান সহ যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২