চাকুরি জাতীয়করণ ও জাতীয় সংসদে ১০% আসন শিক্ষকদের জন্য সংরক্ষণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সাতমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সমিতির জেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মূতী(মামুন)এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,আজিজুল হক রাজা যুগ্ম মহাসচিব,শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি ও মহাসচিব কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।তিনি বলেন,শিক্ষকদের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন।শিক্ষকরা সভ্য জাতি গঠনের কারিগর তাই শিক্ষকদের অভুক্ত রেখে জাতির উন্নয়ন করা সম্ভব নয়।বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে শিক্ষকরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।পরবতী কর্মসূচির মধ্যে রয়েছে, দাবি না মানলে আগামী ২৪ জুলাই ইউএও অফিসে স্মারকলিপি প্রদান, ৩০ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।মানববন্ধনে যৌথ সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহিনুর রহমান ও জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন,মিজানুর রহমান যুগ্ম সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও সদস্য সচিব বগুড়া জেলা শাখা,সাইফুল ইসলাম সভাপতি,বাশিস সদর উপজেলা, কে.এ.পান্না,বাশিস যুগ্ম আহ্বায়ক ও মহাসচিব কেন্দ্রীয় কমিটি,আব্দুল হাই যুগ্ম আহ্বায়ক বাশিস,লুৎফর রহমান সহ ধমীর্য় সম্পাদক কেন্দ্রীয় কমিটি,বি.এম ওবায়দুর রহমান বেনু সাধারণ সম্পাদক কর্মচারী ঐক্য ফেডারেশন বগুড়া,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক,বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজ।আব্দুল ওয়াদুদ সভাপতি বাশিস শাজাহানপুর উপজেলা,আনিছুর রহমান,সভাপতি বাশিস শিবগঞ্জ উপজেলা, তোফায়েল আহম্মদ সভাপতি বাশিস সারিয়াকান্দি উপজেলা,বেলাল হোসেন যুগ্ম আহ্বায়ক বাশিস বগুড়া সদর,আব্দুল মজিদ যুগ্ম আহ্বায়ক বাশিস বগুড়া সদর,গোলাম মোস্তফা আহ্বায়ক বাশিস নন্দীগ্রাম উপজেলা,মেহেরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক দুপচাঁচিয়া উপজেলা,মাসুদুর রহমান,শিক্ষক নেতা ধুনট উপজেলা,আব্দুল আজি সভাপতি শেরপুর উপজেলা। কলেজ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার অধ্যাপক শাহ আলম শাহীন সাধারণ সম্পাদক,অধ্যাপক ইসাহাক আলী সাংগঠনিক সম্পাদক,অধ্যাপক রেজাউল হক, মঞ্জুরে আলম রাসেল,সলিমুল্লাহ বাহার,মামুনুর রশীদ, শাহজাহান আলী,আবুল কালাম আজাদ,মাসুদ রানা,আব্দুল মান্নান,রুহুল আমিন হারুন অর রশীদ সহ প্রমুখ।এছাড়াও অন্যান্য শিক্ষক—শিক্ষিকাবৃন্দ মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহণ করেন।