বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী স্বামী স্ত্রীকে ঢাকা গাজীপুর থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে গাজীপুরের সুখিনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আব্দুর রহমানের ছেলে ইলিয়াছ আলী এবং ইলিয়াছের স্ত্রী রোমানা বেগম। তারা দুজনই সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই জাকির আল আহসান।
এসআই জাকির আল আহসান জানান, ইলিয়াছ দম্পতি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। ২০২০ সালে আদালত তাদের সাজা দেওয়ার পর তারা বগুড়া থেকে পালিয়ে গাজীপুর যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানার সার্কেল এসপি মোঃ সরাফত হোসেন,থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নূরে আলম সিদ্দিকী'র দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ সোমবার ঢাকা গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ৩১/১০/২০২২ ইং