রিপোর্টারঃ এম এ শাহিন—বগুড়ায় বিলুপ্ত বিরল প্রজাতির একটি তক্ষক(টক্কর সাপ)উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সদরের সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় অবস্থিত গ্রীন রিসোর্টে থেকে এই তক্ষক উদ্ধার করা হয়।এ সময় রিসোর্টের এক কর্মী আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে মেহেদী হাসান মন্ডল(৪২)বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তক্ষক উদ্ধারের এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)শরাফত ইসলাম।তিনি জানান,জরুরি পরিষেবা ৯৯৯ কলে খোঁজ আসে প্রতারণার লক্ষ্যে বিলুপ্ত বিরল প্রজাতির তক্ষক সদরের সাবগ্রাম এলাকায় গ্রীন রিসোর্টে রাখা ছিল।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাসানসহ তক্ষকটি উদ্ধার করে। পরে হাসান পুলিশকে জানান,তক্ষকটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।উদ্ধারকৃত তক্ষকটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন,বিলুপ্ত বিরল প্রজাতির এই তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন আছে।আর মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।