রিপোর্টারঃ এম এ শাহিন–বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।শনিবার সকাল ৯টার দিকে শহরের ফুলবাড়ি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।আহতরা সকলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই মজিবর রহমান।আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ী মৃধা পাড়া এলাকার ইদ্রিস আলী মৃধা,তার বড় ছেলে রফিকুল ইসলাম অরুন,মেঝো ছেলে রাজ মাহমুদ কাওছার,ছোট ছেলে মোহাম্মদ আলী ও অরুনের ছেলে শাওন মৃধা।আহত অরুণ পৌর আওয়ামী লীগ ১৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও কাউছার ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই মজিবর রহমান জানান,সকাল ৯ টায় ফুলবাড়ী দক্ষিণপাড়ার পাতিত হাসান ও আবুল কালামের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড়ের অফিসে বৈঠকে বসার কথা ছিল।বৈঠকে বসার আগেই দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে৷এতে একই পরিবারের ৫জন আহত হন।এদের মধ্যে কাওছারের অবস্থা গুরুতর।বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু পাইকাড় জানান, সকালে জমি নিয়ে শালিস শুরু করার কথা ছিল। কিন্তু সকাল ৯টায় কার্যালয়ের সামনে শালিস শুরু করার আগেই তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।এতে বিবাদী পক্ষের একই পরিবারের ৫জন আহত হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে।এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।