রিপোর্টারঃ এম এ শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া-বগুড়ায় ৩ জন কাঁচা মরিচ ব্যবসায়িসহ মোট ৫ টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।বৃহস্পতিবার ৬ জুলাই-২০২৩ইং বেলা ১১ টার দিকে সদর উপজেলার রাজা বাজার ও রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।জানা গেছে, বৃহস্পতিবার বগুড়া শহরের রাজা বাজার ও রেলগেট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এসময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি দামে বিক্রয় করার অপরাধে রাজাবাজার ১জন এবং রেলগেট এলাকায় ২ জন কাঁচা মরিচ ব্যবসায়িকে মোট ৭,০০০ (সাত হাজার)টাকা এবং রাজা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি মসলার দোকানে মোট ৩,৫০০ (তিন হাজার পাঁচ’শ)টাকা জরিমানা আদায় করা হয়।এ অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।এ অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগীতা করেন।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,অভিযানের পাশাপাশি অধিক মুনাফা গ্রহণ হতে বিরত থাকা এবং ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয় সতর্ক করা হয়েছে।জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।