রিপোর্টারঃ এম এ শাহিন—বগুড়ায় ডিবি পুলিশের (ডিবি) অভিযানে ৭ টি গাঁজার গাছসহ নাজিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি ওই এলাকার লাল মিয়া আকন্দের ছেলে।শনিবার আসামী নাজিম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।ডিবির এই কর্মকর্তা বলেন, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরেই তার বসত বাড়ির উল্টো দিকে আখ ক্ষেতে গোপনে গাঁজার চাষ করে আসছিলো।শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।অভিযানকালে ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয় ওই আখ ক্ষেত থেকে।এর মধ্যে ২টির উচ্চতা ১১ ফুট, ৩টির উচ্চতা ৮ফুট ও ২টির উচ্চতা ৭ ফুট।
ওসি সাইহান ওলিউল্লাহ আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায় আসামি নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরেই গাঁজা চাষ করে আসছিলো।এছাড়াও তিনি জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন।আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর শনিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।