রিপোর্টারঃ এম এ শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া-বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের যাত্রীদের পথরোধ করে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১২জুলাই) রাতে সান্তাহার রেলওয়ে থানার অধীনে ডাঙ্গাপাড়া্য নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দুইজন হলো-গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের বাবলু রহমানের ছেলে শুভ ওরফে শুভেচ্ছা(২৬)ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানুল ইসলাম ওরফে রেজাউল (৪১)।এ ঘটনায় সান্তাহার রেলওয়ে(জিআরপি)থানায় একটি মামলা হয়েছে।বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।
ওসি মোক্তার হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিনে ডাঙ্গাপাড়া নামক জায়গায় ট্রেনের যাত্রীদের পথরোধ করে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে।তখন সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই দুই পেশাদার ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র একটি ছুড়ি,একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ওই দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।