দীর্ঘদিন পর আবারও নাটকে অভিনয় করলেন জনপ্রিয় চিত্রনায়ক কায়েস আরজু। নাটকের নাম ‘বাটপারের বিয়ে’। কমেডি নির্ভর রোমান্টিক নাটকটিতে আরজুর বিপরীতে দেখা যাবে সুস্মিতা সিনহাকে। জিসান মালটিমিডিয়ার ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি।
নাটকে অভিনয় করা প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘খুব ভালো লাগলো নাটকটিতে কাজ করে। কমেডি গল্পের নাটক। মজা পেয়েছি। আমার বিশ্বাস দর্শকও অনেক মজা পাবেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটি প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, একটা প্রাইভেট কাম্পানিতে জব করা ব্যাচেলার যুবক জিসানকে রাস্তার দুই ভিক্ষুককে পরিবারের মানুষ সাজিয়ে বাসা ভাড়া নিতে। পরে ঘটনাক্রমে সেই বাড়ির মালিকের মেয়ে জারার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকাপ করিয়ে তার মন জয় করে নেয় জিসান। তাদের প্রেম খুব দ্রুত বিয়ের দিকে এগিয়ে যায়। এমন সময় পরিবারে সাজিয়ে ভাড়া ফ্ল্যাটে ওঠানো সেই দুই ভিক্ষুক ভিন্ন পরিকল্পনা করেন- নাটকের গল্পে নেয় নতুন মোড়।
উল্লেখ্য, কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়। ইফতেখার চোধুরীর ‘মুক্তি’, মেহেদির ‘আগুনে পোড়া কান্না’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’ ছবিগুলো আছে তালিকায়। শুটিং চলছে জাজের ‘ময়না’ ও অপুর্ব রানার ‘জলরং’ চলচ্চিত্রের।