ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায় ১হাজার ৫পিস ইয়াবাসহ সুমন শেখ ওরফে মহসিন(৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
৯আগষ্ট-২০২২ইং রোজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।এর আগে সোমবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত সুমন শেখ একই গ্রামের চান্দু শেখের ছেলে বলে জানা যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন,ইয়াবাসহ আটক সুমনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় এসআই আব্দুল রহিম মিয়া বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আদালতে প্রেরণ করা হয়েছে।