পিরোজপুরে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ)আজ ৩মে বুধবার-২০২৩ পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে,শিক্ষা বৃত্তি প্রদানে উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ সাব্বির শাজ্জাদের সভাপতিত্বে,পিরোজপুর জেলায় তিনটি উপজেলার ১৫জনকে ২৪হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়ে।আগামী তিন বছর এ আর্থিক সহযোগিতা প্রদান করবেন এসডিএফ।জেলার তিনটি উপজেলার ইন্দুরকানিতে দুইজন, ভান্ডারিয়াতে তিনজন,পিরোজপুর সদরে দশজনকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান জানা মুজিবুর রহমান খালেক,বিশেষ অতিথি ছিলেন শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মল্লিক ও শারিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি।উপস্থাপনায় ছিলেন জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন এস ডি এফ পিরোজপুর।আরো উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় সাহা আঞ্চলিক পরিচালক এস ডি এফ বরিশাল।