মোঃ তৈয়বুর রহমান, জেলা প্রতিনিধি পিরোজপুর।
পিরোজপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে জেলার সবগুলো কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।আর তিনিই বাংলাদেশের একমাত্র নারী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার(১৭ অক্টোবর)পিরোজপুরে জেলা পরিষদরের ৭টি সাধারণ সদস্য (পুরুষ) ও ৩টি সংরক্ষিত(মহিলা)সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সাধারণ সদস্য (পুরুষ) পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে (নাজিরপুর উপজেলা) মো. সুলতান মাহমুদ খান (৪৮ ভোট), ২নং ওয়ার্ডে (নেছারাবাদ উপজেলা) মো. জাকারিয়া খান (১৫৫ ভোট), ৩নং ওয়ার্ডে (পিরোজপুর সদর উপজেলা) মো. ওসমান সিকদার (৫৩ ভোট), ৪নং ওয়ার্ডে ইন্দুরকানী উপজেলা) মো. মনিরুজ্জামান সেলিম (৪২ ভোট), ৫নং ওয়ার্ডে (কাউখালী উপজেলা) মো. মহিদুল ইসলাম (৩৬ ভোট), ৬নং ওয়ার্ডে (ভান্ডারিয়া উপজেলা) লিয়াকত আলী তালুকদার (৭১ ভোট) এবং ৭নং ওয়ার্ডে (মঠবাড়িয়া উপজেলা) মো. আজীম উল হক (৭৭ ভোট)।
সংরক্ষিত (মহিলা) ৩টি সদস্য পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে (নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা) জোসমিন আক্তার (১৩৪ ভোট), ২নং ওয়ার্ডে (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী উপজেলা) রোজিনা বেগম (১৫২ ভোট) এবং ৩নং ওয়ার্ডে (ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা) রোকেয়া বেগম (১৬৭ ভোট)।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ৭৪৭ জন। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ভোটার ১০৭ জন, নাজিরপুর উপজেলায় ১২০ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৪৬ জন, ভান্ডারিয়ায় ৯২ জন, কাউখালীতে ৬৮ জন, ইন্দুরকানীতে ৬৮ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ১৪৬ জন ভোটার প্রয়োগ করেন।