রিপোর্টারের নামঃ হামিম-পিরোজপুর প্রতিনিধি।
গণতন্ত্র পুণরুদ্ধারে আমরা বদ্ধপরিকর এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ২৭অক্টোবর-২০২২ইং রোজ বৃহষ্পতিবার বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে শহরের বিলাশ চত্ত্বর থেকে জেলা যুবদলের আয়োজনে এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদসহ জেলা,উপজেলা ও পৌর বিএনপি,যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,আজ আমাদের সহযোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।যে সকল নেতাকর্মীদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি।সরকারকে ক্ষমতা ছেড়ে তত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিতে হবে। আওয়ামীলীগের এই অন্যায় অত্যাচার আর সহ্য করা হবে না।দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথ দখল করে এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে বাঁচানো হবে।আগামী ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ থেকে সরকার পতনের দিন শুরু হবে।
আগামী ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশকে সফল করতে বাধা বিপত্তিকে অতিক্রম করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যোগদান করতে হবে।
পিরোজপুর প্রতিনিধি
বিঃদ্রঃ-প্রত্যেক প্রতিনিধিদের নামের উপর নিউজ পাবলিষ্ট করা হবে।সেই সাথে নিউজ পরিপূর্ণভাবে করতে হবে।রাষ্ট্রীয় বিরোধী নিউজ করা যাবে না।নিজস্বার্থ এবং অপরকে ফাসানোর জন্য নিউজ করা যাবে না--
সতর্কবানী প্রকাশ করেেন--durantotv24.com-প্রধান উপদেষ্টা সম্পাদক