জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাএলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন এর উদ্যোগে আশ্রয়ন প্রকল্পে অসহায়, মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ।বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ওদনকাঠী গ্রামের আশ্রয়ন প্রকল্পে অসহায়, দুস্হেদের মাঝে রান্না করা খাবার বিতরণ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা সামসুল আলম লিটন,জেলা যুবলীগ নেতা লিমন হাওলাদার,এনায়েত উল্লাহ বাবু,চয়ন সিকদার প্রমুখ।
এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো:মইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্পে অসহায়,মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
পিরোজপুর প্রতিনিধি।