রিপোর্টারের নামঃ-মোঃ তৈয়বুর রহমান-জেলা প্রতিনিধি পিরোজপুর।
শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু’- প্রতিপাদ্য কে সামনে রেখে পিরোজপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ অক্টোবর-২০২২ইং শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম খান এর নেতৃত্বে দিবসটি পালিত হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমী থেকে এক র্যালি, সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি অফিস মোড় বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় শিক্ষকবৃন্দ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানিয়ে বলেন,শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে।
ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে।শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেণিকক্ষে পাঠদান করতে পারেন।তারা যাতে নির্যাতন বা হয়রানির শিকার না হন,সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে এই দাবি করেছেন।