পিরোজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭ডিসেম্বর সকাল ১০টায় শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তন,পিরোজপুরে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।পিরোজপুর সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ আসাদুজ্জামান স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েত ফকির, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক তপুবিশ্বাষ,সম্মানিত সদস্য মোঃ তারা মিয়া।প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মোঃ আকবর হোসেনকে আহবায়ক এবং মোঃ তরিকুল ইসলাম সিন্টু কে সদস্য সচিব করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পিরোজপুর জেলার ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এসময় জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।