পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।বুধবার সকালে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল,আলু,তেল,দুধ,চিনি ও সেমাই বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার।অনুষ্ঠানে জেলা যুবলীগের সদস্য রাসেল আহম্মেদ সুপন,যুবলীগ নেতা রেজাউল করিম চুন্নু,তানভীর হোসেন তুলিপ,মো.কামাল, যুবলীগ নেতা ইয়ার হোসেন লাভলু,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরান সুইট সিকদার,সহ-সভাপতি এস এম আবদুল্লাহ,রিয়াজ উদ্দিন পিন্টু,তন্ময় তনু,চয়ন সিকদার ও একে এম এনায়েতুল্লাহ্ বাবু উপস্থিত ছিলেন।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার বলেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
পিরোজপুর প্রতিনিধি