পিরোজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারবিয়াত সভা অনুষ্ঠিত।
পিরোজপুরের নাজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে দলটির তারবিয়াত সভা(প্রশিক্ষন সম্মেলন)অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১আগস্ট )বিকাল সাড়ে ৫টায় উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড জামে মসজিদে এ তারবিয়াত সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাঃ মুফতি মোঃ এযায খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মনিরুল হাসান, সেক্রেটারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ আলাউদ্দিন শেখ,বাংলাদেশ মুজাহিদ কমিটি পিরোজপুর জেলা মাওঃ মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক,ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা,মাওঃ মোঃ আল আমীন,সভাপতি ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা ,আঃ আব্দুস সালাম সরদার, সেক্রেটারি, বাংলাদেশ মুজাহিদ কমিটি নাজিরপুর উপজেলা, মাওঃ মোঃ কামরুল ইসলাম আরেফী,সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজিরপুর উপজেলা,মোঃ এনায়েত হোসেন হাওলাদার,সভাপতি,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাজিরপুর উপজেলা, হাফেজ মোঃ নাইম হাসান মুরাদ,সভাপতি, ইসলামী যুব আন্দোলন নাজিরপুর উপজেলা ,মোঃ বাইজিদ হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন নাজিরপুর উপজেলা সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশবাসী আর সহিংসতার রাজনীতি চায় না,দেশের মানুষ শান্তি চায়।ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষকে শান্তিতে রাখা সম্ভব।এজন্য ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উজ্জীবিত হতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।এ সময় তারা বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও আদর্শিক পরিবেশ তৈরি করা ছাড়া দেশের নোংরা রাজনীতির করালগ্রাস থেকে মুক্তি পাওয়া যাবে না।আর তাই ইসলামী আন্দোলনের মাধ্যমে ব্যতিক্রম প্লাটফর্ম তৈরি করে দেশবাসীকে মুক্তির পথে নিয়ে আসতে হবে।
পিরোজপুর প্রতিনিধি।