রিপোর্টারঃ পিরোজপুর প্রতিনিধি-পিরোজপুরের নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সাধারণ সম্পাদক সুমন শিকদার, সহ-সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম,সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ,দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু,সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাসসহ স্বেচ্ছাসেবকলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দুপুরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগ অফিসে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জেলা স্বেচ্ছাসেবকলীগ। খাবার বিতরণ শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পিরোজপুর প্রতিনিধি।