রংপুরের সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ড বাহাদুর সিং(দোলাপাড়ায়)পারিবারিক কথা কাটাকাটি জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।শুক্রবার বিকাল ৫ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।এতে আজিজুল ইসলামের ছেলে মোঃসুজন মিয়া(১৬)বিপক্ষ লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।আহত ব্যক্তিদের মধ্যে হলেন মোঃ নূর ইসলাম (৫০)পিতাঃমোঃসোলেমান ইসলাম,নূরবানু বেগম (৬১)মানিকা বেগম (৪৫)রওশনারা(৪০)স্বামী স্বপন মিয়া।সংঘর্ষের শেষ পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য মোঃসুজন মিয়া (৯৯৯) ফোন করে পুলিশের সহায়তা চায় এসময় পাশ্ববর্তী পরশুরাম থানা থেকে এস আই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে চলে আসেন।ঘটনাস্থলের আহত দুই পক্ষের মাঝে জবানবন্দি নিলে আশরাফুল ইসলামের ছেলে মোঃসুজন মিয়া বলেন আজ বিকালে আমার মাকে তারা সবাই এসে আহত করে।তাই আমি তাদেরকে মারছি। তারপর নূর ইসলামের পরিবার এসে আমার বাড়ি ঘরে হামলা করে এবং আমাকে আঘাত করে।
শেষে এস আই দেলোয়ার হোসেন দুই পক্ষের আহত লোকজনকে মেডিকেল ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।