রিপোর্টারঃ-পটুয়াখালী প্রতিনিধি– পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও নিজের নাম সংযুক্ত করে সেমিনার লাইব্রেরিতে ভূয়া নামফলক বসিয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন।
একাধিক সূত্রে জানা যায় ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ভিসি প্রফেসর ড.সৈয়দ সাখাওয়াত হোসেন উদ্বোধন করলেও ২০২০ – ২০২৪ মেয়াদে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুসারী হওয়ায় ভিসি ও নিজ নামে পুনরায় অনুষদের তৃতীয় তলায় করিডোরে স্থাপিত একটি রুমে ইএসডিএম সেমিনার লাইব্ররির উদ্বোধনী ফলক বসান বিতর্কিত ডিন নুরুল আমিন।
চঞ্চল্যকর এ তথ্য নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
অনুষদের সাবেক দুই ডিন অধ্যাপক ড.আহমেদ পারভেজ ও ড.আব্দুল আহাদ বিশ্বাস বলেন তাদের আমলে সেমিনারে কোনো লাইব্রেরি উদ্বোধন করা হয়নি।বতর্মান ডিনের সময়ে এটা উদ্বোধন করার বিষয়ও তারা কিছু জানেন না।
এ ব্যপারে জানতে চাইলে মুঠোফোন কথা বলতে নারাজ বলে সাবেক চেয়ারম্যান ও বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন ফোন রেখে দেন।
এবিষয়ে সাবেক ভিসি স্বদেশ চন্দ্র সামন্তকে জিজ্ঞাসা করা হলে এটি তার সময়ে উদ্বোধন করা হয়নি বলে নিশ্চিত করেন।কেন তার নাম দেয়া হয়েছে ফলকে তা তিনি জানেন না।
সামগ্রিক বিষয়ে বর্তমান ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অবগত নন বলে বিষ্ময় প্রকাশ করে বলেন, তদন্ত করে খতিয়ে দেখা হবে।