আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগারের উদ্যোগে সাধারণ শ্রমিকদের মাঝে ভাতা ও ঈদ উপহার বিতরণ করা হয়।মোকামতলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগারের উপদেষ্ঠা এমএ মারুফ মন্ডল এর সভাপতিত্বে ভাতা উপহার বিতরণে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক ওমর ফারুক মন্ডল।অন্যানের মধ্য উপস্থিত ছিলেন,আবু জাফর, সভাপতি মোকামতলা পরিবহন মালিক সমিতি, সোহরাব হোসেন বাবলু সাধারন সম্পাদক মোকামতলা পরিবহন মালিক সমিতি,আলমগীর হোসেন আলম,সড়ক সম্পাদক মোকামতলা পরিবহন মালিক সমিতি,নুরুল আমিন তালুকদার সভাপতি মোকামতলা প্রেসক্লাব,আল মামুন মন্ডল, ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড,সৌভিক প্রসাদ ক্লীনসহ-সভাপতি মোকামতলা ইউনিয়ন যুবলীগ,রায়হান বাবু লেবু সহ সভাপতি মোকামতলা ইউনিয়ন যুবলীগ, শাকিরুল ইসলাম সভাপতি মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগ,তোফাইল আহমেদ তালহা সাধারণ সম্পাদক মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগ,মোস্তাফিজার রহমান মোস্তা সাবেক সভাপতি মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগার, আফজাল হোসেন সভাপতি মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগার,ফটু মিয়া সাধারণ সম্পাদক মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগার,শ্রী নিরঞ্জন কোষাধ্যক্ষ মোকামতলা মোটর শ্রমিক বিশ্রামাগার।
সাধারণ শ্রমিকদের মাঝে উপস্থিত ছিলেন তালেব,সোহেল,জাহিদুল,সামসুল,ফটু,সরাফত,
দুদু,ইনসান,নুরুল,আরমান,বাঘা,শামীম,রেজাউল, করিম প্রমুখ।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ১৯/৪/২০২৩ ইং