ডেস্ক রিপোর্টঃ–আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৪ জুন বুধবার-২০২৩ইং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,বুধবার থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের শতভাগ অগ্রম টিকিট অনলাইনে বিক্রি করা হবে।অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করার উদ্যোগ নেওয়ায় রেলওয়ে ষ্টেশনে তেমন ভীড় হবেনা বলে আশা করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার যাত্রী নিজের বাড়িতে ঈদ করতে দেশের বিভিন্ন জেলায় যেতে পারবেন।আগামী ২৯জুন-২০২৩ইং পবিত্র ঈদুল আজহার দিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন যাত্রীদের হয়রানি দূর করতে অনলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, ১৪ জুন বুধবার দুপুর ১২ টার পর থেকে ২৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামীকাল ১৫ জুন বৃহস্পতিবার অনলাইনে ২৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৬জুন বিক্রি হবে ২৬ জুনের ট্রেনের টিকিট। ১৭জুন বিক্রি হবে ২৭জুনের টিকিট। ১৮জুন বিক্রি হবে ২৮ জুনের টিকিট।পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯,৩০ জুন,১ জুলাই এর টিকিট বিক্রি করা হবে।
ঈদুল আজহার পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন।ওই দিন ২জুলাই এর অগ্রিম টিকিট পাওয়া যাবে। পর্যায়ক্রমে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ট্রেনের টিকিট ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি করা হবে।বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবেনা।এছাড়াও ২৪ জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।ঈদুল আযহা উপলক্ষে ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে ৫ দিন ময়মনসিংহ,চট্টগ্রাম রেলপথে ও চাঁদপুর,চট্টগ্রাম রেলপথে ২টি বিশেষ ট্রেন চালু থাকবে বলে জানা যায়।