নড়াইল জেলা সুযোগ্য এমপি মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও পুত্র সাহেল মুর্তজার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলালীগ,নড়াইল জেলা শাখার সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলীর পক্ষ থেকে কেক কেটে জন্মদিন অনুষ্ঠান পালন করেন।
সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সাহেল মুর্তজার জন্মদিন পালন অনুষ্ঠানে,রোজিয়া সুলতানা চামেলী তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।উক্ত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবলীগের সদস্য ও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক শেখ সদরউদ্দিন শামীম, সমাজ সেবক এস এম আহাদুজ্জান ডলার,লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিকদার জিয়াউর রহমান,পৌর শ্রমিকলীগ নেতা মোঃ মোস্তফা কামাল,জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল লিয়ন,নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকিত হোসেন,সাবেক উপ-প্রচার সম্পাদক এস এম মুজাহিদুল ইসলাম,লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ দিদার তানভীর,কে এম ফেরদৌস তপু,নবীন শেখ আরও অনেকে।
||নড়াইল জেলার-২আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা(এমপি)"র ৩৯তম এবং তার পূত্রসন্তান সোহেল মোর্ত্তজার ৯ম জন্মদিন পালিত হয়েছে আনন্দ ও উল্লাসের সাথে||
উপস্থিত সকলেই সংসদ সদস্য ও তার পুত্রের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭
০১৭০৫১৯৩০৩০