নড়াইল প্রেসক্লাবের সাঃ সম্পাদক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ মৃত্যুবরণ করেছেন…ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন- ৫ এপ্রিল-২০২৩ইং রোজ বুধবার ভোর রাত ৩টা ১০মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ফিরোজ নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক,বর্তমান সিনিয়র সহ-সভাপতি,সাপ্তাহিক নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বুধবার যোহর নামাজবাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।জানা গেছে,গত মঙ্গলবার ৪ এপ্রিল দিবাগত ভোর রাতে সেহেরী খাওয়ার পরে সাংবাদিক নাঈমুর রহমান ফিরোজ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মত্যৃ বরন করেন।এদিকে সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পৌর মেয়র আঞ্জুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ সদস্যরা এবং নড়াইলে কর্মরত সাংবাদিকবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।এবং নড়াইল জেলার কর্মরত সাংবাদিকরা কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ এর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন–নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল।লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক।