নড়াইল দিঘলিয়া ভাটপাড়া মুন্সী বাড়িতে নগদ টাকা স্বর্ণ অলংকার ডাকাতি।নড়াইল লোহাগড়া দিঘলিয়া শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি,২অক্টোবর-২০২২ রবিবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্র সম্মুখীন করে ডাকাতি করে নিয়ে যায়।দিঘলিয়া পূর্বপার গ্রামের দুলু মুন্সীর বাড়ি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে গত রাতে।
বিল্ডিং এর গ্রিলের তালা কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে,৯ভরি স্বর্ন নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যায় আন্তঃজাতিক ডাকাত দল।একরমের অভিনব কায়দায় ডাকাতি হতো,তবে বেশ কিছুদিন যাবত চুরি ডাকাতি ছিনতাই বন্ধ ছিলো,আবারও শুরু হয়েছে ডাকাতি।
দুলু মুন্সি ও তার স্ত্রী দুজনই-কে ডি আর কে মাধ্যামিক বিদ্যালয় এর শিক্ষক।
এবিষয় লোহাগড়া থানার পুলিশ এসে ঘটনাস্থল প্ররিদশন করেন।এব্যাপার এখনও মূল রহস্য পাওয়া যায় নাই বলে জানা যায়,তবে থানায় অভিযোগ পেলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রশাসনের প্রতি আহব্বান রেখে সাধারন জনগন বলেন দিঘলিয়া ইউনিয়নবাসী বেশকিছু দিন শান্তিতে বসবাস করে আসছে,এখন আবারও শুরু হয়েছে ডাকাতি,তবে এলাকার অনেকেই আছে নেই তাদের কাজ,নেশাগ্রস্ত আর চাঁদাবাজি করাই তাদের কাজ,এধরনের ব্যাক্তিদেরকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে অস্ত্রের সন্ধান।গোয়েন্দা সংস্থার নজর দিলে বেরিয়ে আসবে ডাকাত ও চাঁদাবাজদের।ভয়ে হয়তো কেউ মুখ খুলতে পারবে না,এটাকে প্রতিরোধ করলে করতে পারবে প্রশাসন।সাধারন জনগনের জন্য ঝুঁকিপূর্ণ।চিহিৃত করুক প্রশাসন,দিঘলিয়া একের পর এক খুন,এসকল কিছুর থেকে পরিত্রাণ চায় সর্বসাধারন মানুষ।