নড়াইল জেলা,লোহাগড়া উপজেলা ২নং লাহুড়িয়া ইউনিয়ন তেতুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন স্যারের স্ত্রী,শালনগর ইউনিয়নের লাবু চেয়ারম্যানের একমাত্র বোন জনাবা মোসা: শিল্পী খানম আজ সকালে মানিকগঞ্জ বাজারের উত্তর পাশে শামুকখোলা মোড় প্রধান সড়কে মাটিকাটা ট্রলি দিয়ে মাটি নেয়ার সময় রাস্তার উপরে মাটি পড়ে এবং বৃষ্টিতে কাদা হয়ে রাস্তার পিচ্ছিল হয়ে যায়।এমতাবস্থায় মোটরসাইকেল স্লিপ করে মটরসাইকেলের পেছন থেকে কাদার মধ্যে পড়ে যায়।পিছন থেকে একটা ইজি বাইক এসে তার গায়ের উপর দিয়ে চলে যায়।এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালির্লাহী ওয়া ইন্নাইলাহী রজিউন।