নড়াইল জেলা সদরের শিল্পকলা চৌরাস্তা মোড়,পুরাতন বাস টার্মিনাল ও রুপগঞ্জ বাজার এলাকায় নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী-পরিচালক প্রণব কুমার পরামানিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায় বুধবার১৭ মে-২০২৩ইং সকাল থেকে দুপুর পর্যন্ত মেসার্স আর অ্যান্ড গিফট কর্নারকে ১হাজার টাকা।মেসার্স লামিম স্টোরকে ৫শত টাকা।মেসার্স কেয়া কসমেটিক্সকে ২হাজার টাকা।মেসার্স সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১হাজার টাকা।মেসার্স নিপম স্টোরকে ৫হাজার টাকা।মেসার্স উপহার স্টোরকে ২হাজার টাকা।মেসার্স রিপন স্টোরকে ২হাজার টাকা ও মেসার্স অর্ণব গিফট কর্নারকে ১হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী-পরিচালক প্রণব কুমার প্রামাণিক বলেন,নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।