নড়াইলের কালিয়ায় ৫১৪০০০ টাকার মেয়াদোত্তীর্ন কীটনাশক পুড়িয়ে দেওয়াসহ ২১হাজার টাকা জরিমানা।
নড়াইল জেলার কালিয়া উপজেলার মহাজন বাজারে ৩০আগষ্ট-২০২২ইং রোজ মঙ্গলবার আনুমানিক ১১টার দিকে ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলাম(সহকারী কমিশনার ভূমি) এবং সুবির কুমার বিশ্বাস (উপজেলা কৃষি অফিসার)এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম সার ও কীটনাশক এর ডিলার ও সাব-ডিলার দের বিভিন্ন অনিয়ম ও অব্যাবস্তাপনার কারনে ১জন ডিলারসহ তিন জন সাব ডিলারকে মোট ২১০০০ টাকা জরিমানা করেন।
জরিমানার কারন গুলো হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশী দামে সার বিক্রি করা,পশু খাদ্য ও কীটনাশক ওষুধ এবং সার একসঙ্গে রেখে বিক্রয় করা, দোকানের মেমো না থাকা,ভাউচার দেখাতে না পারা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ঔষধ গুদামে রাখা।
লাইসেন্স না থাকা,সাব ডিলারদের ঠিকমতন সার না দেওয়া।
এক্ষেত্রে সারের মেইন ডিলার ফারিয়া এন্টারপ্রাইজ কে ১০০০০ টাকা জরিমানা করেন এবং সেই গুদামে থাকা ১৩ প্রকারের মোট ৫লক্ষ ১৪হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কীটনাশক বাজেয়াপ্ত করে তা পুড়িয়ে দেয়া হয়।সাবডিলার মোঃসুন্নত খানকে ৪০০০ টাকা এবং পশু খাদ্য ও সার আলাদা আলাদা দোকানে ৫ দিনের মধ্যে স্থানান্তরিত কররার নির্দেশ দেন।
একই নির্দেশ দেন মোঃ নাসির মোল্লাকে এবং তাকেও ৪০০০ টাকা জরিমানা করেন।আর এক সাব ডিলার বুলু মোল্লাকে ৩০০০টাকা জরিমানা করেন।ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলাম বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে।কৃষকদের যাতে বেশি দাম দিয়ে সার না কিনতে হয় এবং সার্বিক দিক দিয়ে ব্যাবস্থাপনা যাতে সু-শৃঙ্খল অবস্থায় থাকে।
সাংবাদিক দেব প্রসাদ দাস-সিনিয়র স্টাফ রিপোর্টার।