নড়াইলে মাশরাফি বিন মোর্তুজা এমপি মহোদয় অসহায়দের অর্থ তুলে দিলেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নড়াইল-২ আসনে যে সমস্যা সমূহ গুরুত্বপূর্ণ ছিলো তার মধ্যে নদী ভাঙ্গন অন্যতম। মধুমতি নবগঙ্গা নদীর ভাঙ্গনে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কয়েকটি ইউনিয়নের জনসাধারন দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন।নদী ভাঙ্গন রোধ এবং তাদের পূর্নবাসন করার জন্য প্রথম থেকেই আমাদের প্রচেষ্টা চলছিলো।মহামারী করোনার জন্য এই প্রচেষ্টা কিছুটা হলেও পিছিয়েছে।অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুদানের অর্থ তাদের হাতে তুলে দিতে পারলাম।
লোহাগড়া উপজেলার ৬টি ইউনিয়নের ৪৩২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৪৫ লক্ষ্য টাকা অনুদান পৌছে দিতে সক্ষম হয়েছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র প্রতি,নদী ভাঙ্গন কবলিত এসকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ জানাচ্ছি পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,মাননীয় উপমন্ত্রী,সচিব মহোদয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের যারা এই অনুদানের অর্থ পৌছাঁয়তে সহায়তা করেছেন।
অনুদানের অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান উপজেলা পরিষদ লোহাগড়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা লোহাগড়া,লোহাগড়া উপজেলার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কপিঃ-মাশরাফি বিন মোর্ত্তজা [ এমপি ]
তথ্য-Ashrafuzzaman Mukul