নড়াইলে বড়দিয়া বাজারের সার ব্যবসায়ীদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নড়াইল জেলা কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের সার ব্যবসায়ীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত,২৪আগষ্ট-২০২২ইং সাল রোজ বুধবার ১১টায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.জহুরুল ইসলাম এর আকস্মিক অভিযানে জরিমানা করে।
এ সময় বড়দিয়া বাজারের সার ব্যবসায়ী সাব-ডিলার বি-পাটনা গ্রামের মৃত জগেন্দ্র নাথ দাশের ছেলে তরুন দাশ ও সাধন দাশ।চোরখালী গ্রামের হাফিজুর শিকদার।একই গ্রামের মৃত হারুন শিকদারের ছেলে লাবলু শিকদার।মৃত গোলাম রসুল শেখের ছেলে শেখ হাসান আলী।মূল ডিলার মৃত বাবন শেখের ছেলে শেখ আয়েনউদ্দিন।মোট ৬জন ব্যবসায়ীকে ১৭হাজার টাকা জরিমানা করেছেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো.জহুরুল ইসলাম বলেন সরকারী নির্দেশনা অমান্য করে অধিক মূল্যে সার বিক্রি করণ ও গুদামজাত করণ।কীটনাশকের পাশাপাশি গো-খাদ্য বিক্রয় করা এবং লাইসেন্স না থাকার অপরাধে তাদেরকে জরিমানা করে।কালিয়া উপজেলা সহকারী কমিশনার।মোঃ জহুরুল ইসলাম আরও বলেন এ অভিযান কার্যক্রম অব্যাহত চলমান থাকবে।