নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখে’র ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত।নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখে’র ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার(৫সেপ্টেম্বর)সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে পবিত্র কুরআনখানি,শোক র্যালী,স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদানসহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা,দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এসব কর্মসূচিতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বীর মুক্তিযোদ্ধা এসএ মতিন,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম,সদর থানার ওসি(চলতি দায়িত্ব)মাহমুদুর রহমান প্রমুখ।