নড়াইল জেলার বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস.এম.সুলতানের ৯৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।নড়াইলের বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম.সুলতানের ৯৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নড়াইল জেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নড়াইলে বিশ্ববরণ্যে চিত্রশিল্পী এস.এম.সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।১০আগষ্ট-২০২২ইং রোজ বুধবারে দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস.এম.সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স(শিল্পীর নিজস্ব বাস ভবনে)পবিত্র কোরআন খতম, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা ও শিল্পীর সমাধীতে পুস্পমাল্য অর্পন,মাজার জিয়ারত,দোয়া মাহফিল,আর্ট ক্যাম্প ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
এসময় নড়াইল জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,এস. এম.সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব,জেলা শিল্পকলা একাডেমি,এস.এম. সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়,লাল বাউল সম্প্রদায়,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করেন।
এদিকে নড়াইল জেলার কৃতিসন্তান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম.সুলতান এর জন্মবার্ষিকী উপলক্ষে লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) শাখা সভাপতি ও সাংবাদিক মোঃ এনামুল হক এবং কমিটির সকলেই অভিনন্দন জানিয়েছেন।সেই সাথে দুরান্ত-টিভি
https://durantotv24.com এর পক্ষ হতে অভিনন্দন জানান সম্পাদকও প্রকাশক,নির্বাহী সম্পাদক।