নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে পরকীয়া প্রেমিকের সাথে অসামাজিক কার্যকলাপের সময় স্ত্রীসহ তার প্রেমিক দুই সন্তানের জনক আরিফকে ধরেছেন স্বামী,২৮সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার রাত ১১ টার সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে আটক করেন গৃবধুর স্বামী স্বপনসহ এলাকাবাসি।আরিফ মোল্যা লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের পান ব্যবসায়ী এবং একই গ্রামের তবি মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,স্বপন তার স্ত্রীকে নিয়ে খাশিয়াল গ্রামে ভাড়া থাকতেন এবং পার্শবর্তী অরুনিমা ইকোপার্কে নাইট গার্ডের চাকুরী করেন।আরিফ প্রায়ই স্বপনের বাড়ীতে গোপনে যাওয়া আসা করতেন।লোকমুখে স্ত্রীর খারাপ কথা শুনতেন আবার নিজেরও সন্দেহ হওয়ায় ঘটনার দিন নাইট ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ির থেকে বেরিয়ে যান।তারপর বাড়ির পাশে অপেক্ষায় থেকে আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করে।এ বিষয়ে খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি,এম বরকত উল্লাহ জানান,অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় আরিফ ও স্বপনের স্ত্রীকে এলাকাবাসী আটক করলে পুলিশে খবর দেওয়া হয়।মেয়ের কোন অভিভাবক না থাকায় পরবর্তীতে ও পার্শ্ববর্তী কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদসহ গন্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে মেয়ে ও আরিফকে শরীয়ত মোতাবেক বিবাহ দেওয়ার অঙ্গীকারে আরিফের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি সুকান্ত সাহা বলেন,তারপর সংবাদের ভিত্তিতে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।পুরুষ ও নারী দুজনের কোন অভিযোগ না থাকায় স্থানীয় মেম্বারের জিম্মায় রেখেছেন।