গতকাল ০২/৬/২০২৩ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় লোহাগড়া উপজেলা ২নং লাহুলিয়া ইউনিয়ন পশ্চিমপাড়া গ্রামে মৃত্যু কাদের মোল্লার বড়ো ছেলে মোঃ উজ্জ্বল মোল্লাকে পূর্বের শত্রুতা মূলক,মৃত্যু হালিম শেখ এর ছেলে মোহাম্মদ আলী মিয়া।ও তাহার সাথে থাকা দুইজন মুখোশধারী লোক উজ্জ্বল মোল্লাকে খুন করার উদ্দেশ্যে মারধর করতে থাকে এমতাবস্থায় তাহার চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে দ্রুত পালিয়ে যায় তখন তাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনকে ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়,ও রুগীকে হসপিটালে ভর্তি করার জন্য নির্দেশ দিলে লাহুড়িয়া বাজারে লিটু ডাক্তার এর কাছে নিয়ে যায়,প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও অবস্থা খারাপ দেখে অক্সিজেন লাগিয়ে নড়াইল সদর হাসপাতালে পাঠায়,এমতাবস্থায় উজ্জ্বল মোল্লা হসপিটালে ভর্তি আছে, সূত্রে জানা গেছে,মোঃ আলী মিয়া শেখের চাচাতো ভাই মোঃ নিলু মিয়া শেখকে লাহুড়িয়া বাজারে চাঁদাবাজী করতে গিয়ে পাবলিক এর হাতে গনধুলাই শিকার হয়, তার বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা করায়,এ ঘটনা ঘটিয়েছে, এবং আরো জানা গেছে দুর্বৃত্ত সন্ত্রাসি আলি শেখ হুমকি দিয়েছে তার বৃদ্ধ চাচাকে তার সহযোগী লোক দিয়ে খুন করে উজ্জ্বল মোল্লার বংশের সবাইকে জেলে ঢুকাইবে।এব্যাপারে আইনের সহযোগীতার জন্য ভুক্তভুগিগন অনুরোধ করেন।