নড়াইলে পাচুড়িয়ার ঝামাঘসা বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল,ওমল্লিকপুর,ইউনিয়নের মধ্যবর্তী এলাকার ঝামাঘসা বিলের মধ্যে থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।পুলিশ ধারণা করেছে অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫/বছর।
এলাকাবাসী সূত্রে জানা যায়,১২সেপ্টেম্বর সোমবার সকালে কৃষকরা বিলে শাপলা তুলতে ও মাছ ধরার জন্য গিয়ে ওই অজ্ঞাত লাশটি পানিতে ভাসতে দেখতে পাই। এঘটনা লোহাগড়া থানা পুলিশকে এলাকাবাসী জানালে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এসময় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন,তদন্ত ওসি হারান চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।লাশ উদ্ধারের ব্যাপারে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।
লাশের কোন পরিচয় পত্র পাওয়া যায় নাই,লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০