নড়াইল জেলায় নবাগত জেলা প্রশাসক(ডিসি)মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।সোমবার ৩ এপ্রিল-২০২৩ইং সকালে আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নবাগত জেলা প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের উপসচিব হিসাবে কর্মরত ছিলেন।গত ১২মার্চ-২০২৩ইং রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ অনুবিভাগের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে জন্ম গ্রহণ করেন।তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৪তম বিসিএস(প্রশাসন ক্যাডারে)নিয়োগপ্রাপ্ত ছিলেন।চাকুরি জীবনে তিনি হবিগঞ্জ সদর,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সাথে দায়িত্ব পালন করেছেন।জাপানের টোকিওতে অবস্থিত মেইজি বিশ্ববিদ্যালয় হতে গভর্নেন্স স্টাডিজের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।অপরদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ অনুবিভাগের উপসচিব মো.আলমগীর কবির স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমানকে নতুন কর্মস্থল পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলিপূর্বক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।শরিয়তপুরের সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান ২২তম বিসিএস(প্রশাসন ক্যাডার)কর্মকর্তা ছিলেন।তিনি ২০২১ সালের ৩জানুয়ারি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেছিলেন।তিনি নড়াইল ২বছর ৩মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।বিদায়ী জেলা প্রশাসক ও নবাগত জেলা প্রশাসক’কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন “দুরান্ত টিভি”র-প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল।সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক।