নড়াইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।মঙ্গলবার(২মে)সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী,বৃক্ষ রোপন, কেককাটাসহ আলোচনাসভার আয়োজন করা হয়। সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিস চত্বরে বৃক্ষ রোপন করা হয়। পরে সিভিল সার্জনের সভা কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা বিভাগ,নড়াইলের উপ-পরিচালক সেলিম ভূইয়া,ডাঃ সুজল কুমার বকশী,ডাঃ সুব্রত সাহা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকশ চন্দ্র দাস,পুলিশ পরিদর্শক মো: নাজমুল হুদা,আমিনুর রহমানসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক,ডাক্তার এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।