নড়াইলে চাচা শশুর কর্তৃক গৃহবধূকে কুপ্রস্তাব রাজি না হওয়ায় মারধরের অভিযোগ।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখ পাড়া বাতাসি গ্ৰামের মোঃ তুহিন মোল্লার স্ত্রী তাসলিমা(৩০)কু-প্রস্তাব দেন চাচা শশুর ইকবাল।ওই গৃহবধূ রাজি না হওয়ায় কৌশলে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৬আগষ্ট-২০২২ইং রোজ শুক্রবার সকাল ৮টার দিকে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় একটি পুঁইশাক গাছের টাল দেয়ার সময় তার শশুর তোয়েব মোল্লা ও চাচা শশুর ইকবাল মিলে লোহার শাবল দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে পরবর্তীতে তাসলিমাকে তার স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগকারী তাসলিমা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আমার শশুর ও চাচা শশুর আমাকে প্রায়ই সময় খারাপ প্রস্তাব দেয়।আমি তাদের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন অজুহাতে আজ সকালে আমাকে লোহার শাবল দিয়ে এলোপাথাড়ি মারধর করে।
আমার শশুর ও চাচা শশুর বখাটে ও খারাপ চরিত্রের মানুষ আমি তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছি।আমি প্রশাসনের কাছে এর সুস্থ বিচারের দাবী করছি।এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নাই।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আজিজুর বিশ্বাস-নড়াইল জেলা প্রতিনিধি
মোবাইল–০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০