নড়াইলে এক যুবককে হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।
নড়াইলে হাতুড়িপেটায় আহত শারীরিক প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া(১৭)৩দিন পর মারা যায়।১৩ই আগস্ট রোজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর কোলে ঢলে পড়ে।মোঃ জুয়েল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের মোঃ পান্নু ভুইয়ার ছেলে।
বিশেষ সূত্রে জানা গেছে,কর্মচন্দ্রপুর গ্রামে শিকদার ও ভূইয়া বংশের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছিল দীর্ঘদিন।শারীরিক ও প্রতিবন্ধী জুয়েল বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারী হিসাবে কাজ করে।গত মঙ্গলবার ৯ই আগস্ট-২০২২ইং তারিখ সকাল ৯টায় ভ্যানে দোকানে আসার পথে বেদভীটা নামক স্থানে পৌছাঁলে কর্মচন্দ্রপুর গ্রামে পৌছাঁইলে মোঃ ইয়াসিন, মোঃফিরোজ,মোঃহাফেজসহ ৬জন তাকে হাতুড়ী দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।এই ঘটনার পর তার জ্ঞান ফেরে নাই।শনিবার সন্ধ্যায় তার মুত্যু ঘটে।মঙ্গলবার রাতে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।এদিকে শনিবার রাতে জুয়েলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আসামি পক্ষের ৫থেকে ৬টি পরিবারের বাড়িঘর ভাংচুর করেছে নিহতদের স্বজনরা।বাড়িঘর ভাংচুরের সময় ১২জনকে আটক করেছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(চলতি দায়িত্বে)মো.মাহমুদুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,জুয়েলের ওপর হামলার ঘটনায় তার চাচা বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার প্রধান আসামি আতিয়ার সিকদারকে ঘটনার পর গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন ৫থেকে ৬টি ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে।১২জনকে আটক করা হয়েছে।ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।