লোহাগড়ায় পাষণ্ড স্বামীর নির্যাতন গৃহবধূর শরিলে লাগিয়ে দিয়েছে মরিচের গুঁড়ো।
নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের এক গৃহবধূ কে বেধড়ক মারপিট করে শরিলে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী মনির।
২৬আগষ্ট-২০২২ইং রোজ শুক্রবার দুপুর ২টা ৩০মিনিটের দিকে লোহাগড়া উপজেলার পাংখারচর গ্ৰামের মিজানুর কাজীর ছেলে মনির কাজী তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বেধড়ক মারপিট করে ক্ষতস্থানসহ নির্মমঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।সাবিনা ইয়াসমিন এর আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে যান্ত্রিক চালিত পানির পাম্প চালিয়ে তার শরীরের যন্ত্রণা কিছুটা নিবারণ করেন।
পরবর্তীতে লোহাগড়া থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধারসহ গৃহবধূর স্বামী মনির কাজীকে আটক করে থানায় নিয়ে আসে।এবং সাবিনা ইয়াসমিনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
সাবিনা ইয়াসমিনের মা মমোতাজ বাদী হয়ে অভিযুক্ত মনির কাজীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আহত সাবিনা ইয়াসমিন সাংবাদিকদেরকে বলেন আমার বিয়ের পর থেকে এ পর্যন্ত আমার স্বামী মনির কাজী ব্যবসা করবে বলে আমাকে চাপ সৃষ্টি করে ৫বারে ২লক্ষ টাকা নিয়েছে।আজ আবার আমাকে ও পূনরায় বাবার বাড়ি থেকে ৫০হাজার টাকা এনে দিতে বলে।
সাবিনা তার স্বামীকে বলেন আমার বাবা নাই,মা অনেক কষ্ট করে সংসার চালায় আমরা এত টাকা কোথায় পাবো তখনই আমাকে ঘরের ভিতর নিয়ে খাটের উপর হাত-পা রশি দিয়ে বেঁধে দরজা বন্ধ করে বেধড়ক মারপিট করে।এবং আমার ক্ষতস্থানসহ নির্মমঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।
আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাহাতে আমার স্বামী মনির কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
এবিষয়ে লোহাগড়া থানা পুলিশ ও ইতনা ইউনিয়ন বিট পুলিশের এসআই মিজান বলেন ওই নারীর স্বামী মনির কাজী পুলিশ হেফাজতে আছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ আজিজুর বিশ্বাস-নড়াইল জেলা প্রতিনিধি।
মোবাইল-০১৯২০২৮১৭৮৭-০১৭০৫১৯৩০৩০