নড়াইলে অলৌকিক ভাবেই দুধ দিচ্ছে,ভাগ্যরাজ ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।
নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিন নড়াইলে ঘটছে এক বিস্ময়কর ঘটনা।মোঃ জাহাতাপ মল্লিকের ছেলে মোঃ জাহাঙ্গীর মল্লিক(৪২),তিন মাস আগে একটা বকনা গরু ক্রয় করেন,ক্রয়ের পাঁচ ছয় দিন পর লক্ষ্য করেন গরুটি পালান ছেড়েছে।
এসময় তিনি পশু চিকিৎসকে গরুটি দেখালে,তিনি জানান,গরুটি গাভিন না কিন্তু আল্লাহুর রহমতে অলৌকিক ভাবেই দুধ আসছে।গরুর মালিক জাহাঙ্গীর মল্লিক জানান,প্রথম দিন গরু দোয়ালে এক কেজির মত দুধ হয়।পরে দিনে দিনে দুধ বাড়তে বাড়তে এখন তিন থেকে চাঁর কেজি পর্যন্ত দুধ হয়। আমি অনেক খুশি এটা আল্লাহর রহমত হয়তো আমার কপাল খুলে গেছে।তিনি আরও জানান, আমি একজন কাঁচামাল ব্যবসায়ী আমি থাকি ভাংঙ্গা ঘরে কিন্তু আমার এই গাভীর জন্য প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে গোয়াল ঘর তৈরি করছি।জাহাঙ্গীর মল্লিকের স্ত্রী মোছাঃ মিনি বেগম বলেন,গাভীটির বয়স এখন আঠারো মাস,এই গাভী পেয়ে আমরা অনেক খুশি।এটা আল্লাহর অশেষ রহমত।আল্লাহ্ চাইলে এই গাভীর মাধ্যমে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে।আমরা এই গাভীর নাম রেখেছি ভাগ্যরাজ।স্থানীয়'রা জানান,আমরা এরকম ঘটনা কখনও দেখিনি বা শুনিনি এই প্রথম দেখলাম যে এই গরুটি কখনও গাভিন হয়নি বাছুরও হয়নি তবুও আল্লাহুর রহমতে দুধ দিচ্ছে।
রিপোর্ট -আবু তাহের আলী-নড়াইল সিনিয়র প্রতিনিধি।