নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ।মঙ্গলবার(৬সেপ্টেম্বর)রাতে নড়াইল সদর উপজেলার নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ভওয়াখালী গ্রামের অহিদুর ইসলামের ছেলে আফিকুল ইসলাম(২৪)এবং একই গ্রামের করিম সরদারের ছেলে আরমান সরদার(২৪)গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের উপ-পরিদর্শক(এস আই)অপু মিত্রের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী আফিকুল ইসলাম ও আরমান সরদারকে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে অবস্থানকালে আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে ১১৫পিচ ইয়াবাট্যাবলেট এবং ২.৫০গ্রাম ইয়াবাট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।