নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামের অসহায় অসুস্হ বিধবা বৃদ্ধাকে একমাসের ওষুধ বিনামূল্যে দেয়া হয়।এ ওষুধ দানে সহায়তাকারী প্রতিষ্ঠান হচ্ছে তুলারামপুর ব্লাড ব্যাংক(টিটিবি)।টিটিবির সকল সদস্য ছাত্রছাত্রী এবং বেকার।তবুও এ সংগঠনের সদস্যরা মানুষের বিপদে থাকে সবার আগে।রক্ত দানের সাথে সংগঠনটি জড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে।
জানা যায়,"তুলারামপুর ব্লাড ব্যাংক-TBB এর প্রান, প্রতিষ্ঠা ও সভাপতি নয়ন খাঁনের নিকট তরফদার পাড়ার মৃত টিটোর মা আসেন এবং নয়ন খাঁনকে বলেন তিনি অনেক অসুস্থ।দীর্ঘদিন ধরে কিডনি,আলসার,ও পা ভাংগা রোগে ভূগতেছেন।এর পর থেকে অত্র সংগঠনের সভাপতি নয়ন খাঁন সহ সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব আল রিফাত ও উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলামসহ সকল সদস্যকে নিয়ে ওনার চিকিৎসার জন্য জরুরি বৈঠক করেন। এর পর সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে ওই বৃদ্ধ মহিলাকে এক মাসের(১মাস)ঔষধ কিনে দেন। তার পাশাপাশি কিছু ফল ও কিনে দেন।
এক মাসের ওষুধ পেয়ে,টিটোর মা আবেগে আপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন,এলাকার জনপ্রতিনিধিরা,নেতারা যা করতে পারেনি এই বেকার ছাত্ররা আমাকে তাই করে দিছে।টিটিবির উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম বলেন,নয়ন খান ও মোঃশোয়াইব আল রিফাতসহ সংগঠনের সকল সদ্যসের যৌথ প্রচেষ্টায় আমরা অসুস্হ বিধবা বৃদ্ধাকে সহযোগিতা করতে পেরে আনন্দিত। আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি নয়ন খাঁন সহ সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব আল রিফাত ও উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম সহ পত্রিকার সাংবাদিকবৃন্দ।এর আগেও তুলারামপুর ব্লাড ব্যাংক অসুস্থ বা অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েছে।