নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী-দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার আঞ্চলিক দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাস কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার ১জুন-২০২৩ইং দুপুরর লোহাগড়া উপজেলা পরিষদের সামনে পূর্বে সংবাদ প্রকাশের জেরে পূর্ব শত্রুতায় ৮ নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান ও তার সন্ত্রাসী বাহিনী হকিস্টিক লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুরকে বেধড়ক মারধর করে।পরে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিক আজিজুর বিশ্বাস বলেন,চেয়ারম্যান বোরহান এর নির্দেশে ১৫থেকে ২০জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।খুব দ্রুতই আমি আইনের আশ্রয় নিবো।আমি এর এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে লোহাগড়া সাংবাদিক সমাজের সাংবাদিকগন এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তারা বলেন,আইনের উর্ধ্বে কেউ না,একজন জনপ্রতিনিধি এরকম একটি ঘটনা ঘটালো।এটি পরিকল্পিত ছিল এর সঠিক তদন্ত করে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।