নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতারণ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ৪১০টি দুস্থ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ এপ্রিল-২০২৩ইং সকালে শাহাবাদ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।এসময় ইউপি সচিব,সদস্য,হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর,গ্রাম পুলিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।চাল নিতে আসা আমেনা শাহিদা বেগমসহ আরো অনেকেই জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় ঈদ সামনে রেখে যে উপহারের চাল দিয়েছেন তা পেয়ে তারা অত্যন্ত খুশি।এর জন্য প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন,ইউনিয়ন পরিষদের প্রতিটা এলাকা হতে প্রকৃত ৪১০ জন হতদরিদ্র ও দুস্থদের তালিকা করে সুষ্ঠুভাবে তাদের মাঝে উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।