নড়াগাতি থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক।
কালিয়া উপজেলার নড়াগাতিতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ শাহাবুদ্দিন শেখ নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।
শুক্রবার(৯সেপ্টেম্বর)দুপুরে নড়াগাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ।আটককৃত মোঃ শাহাবুদ্দিন শেখ কালিয়া উপজেলার নড়াগাতি থানার পার বাঐসোনা গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশে এএসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নড়াগাতি বাজারে চুরি করা মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করার সময় আসামি চোর চক্রের সদস্য মোঃ শাহাবুদ্দিন শেখকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।
এসময় দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।এবিষয়ে নড়াগাতি থানার এএসআই জাহাঙ্গীর বাদী হয়ে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০১/২২
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন,চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সময় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে ১টি ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।থানায় মামলা হয়েছে।আসামিকে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে।বাকি চোরদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আজিজুর বিশ্বাস-স্টাফ রিপোর্টার।
মোবাইল–০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০